ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

কুড়িগ্রাম-৩ উপ-নির্বাচনে জাপা প্রার্থী বিজয়ী  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ২৫ জুলাই ২০১৮

কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির আক্কাছ আলীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।

লাঙ্গল প্রতীকে ৮২ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন আক্কাছ আলী। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৭৯ হাজার ৮৯৫ ভোট।

উলিপুর উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন এবং চিলমারী উপজেলার চারটিসহ ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে বুধবার সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

চলতি বছরের ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়। গত ১০ জুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।  

এসি 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি